[caption id="attachment_44664" align="alignright" width="500"] Sri Lanka's Thisara Perera, right, plays a shot, as Zimbabwe's wicketkeeper Brendan Taylor watches during the Tri-Nation one-day international cricket series in Dhaka, Bangladesh, Wednesday, Jan. 17, 2018. (AP Photo/A.M. Ahad)[/caption]
ত্রিদেশীয় সিরিজেবাঁচা-মরার ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেটে জয় পেল শ্রীলংকা। এ জয়ে ফাইনালের স্বপ্ন জিইয়ে রাখল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
সিরিজের প্রথম দুই ম্যাচেই হারের স্বাদ পেয়েছে শ্রীলংকা। তাই জিম্বাবুয়ের বিপক্ষে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না তাদের। এমন সমীকরণে জিম্বাবুয়ের দেয়া ১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সতর্ক শুরু করেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান কুশল পেরেরা ও উপুল থারাঙ্গা। তবে হঠাৎই খেই হারিয়ে ফেলেন থারাঙ্গা। দলীয় ৩৩ রানে তেন্ডাই চাতারার বলে বোল্ড হয়ে ফেরেন এ ওপেনার।
এরপর কুশল মেন্ডিসকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন পেরেরা। মেন্ডিসও তাকে দারুণ সঙ্গ দেন। এ জুটির দারুণ ব্যাটিংয়ে জয়ের পাল্লা হেলে পড়ে লংকানদের দিকে। কিন্তু হঠাৎ হার মানেন পেরেরা। দলীয় ১০৩ রানে ব্লেসিং মুজারাবানির শিকার হয়ে ফেরেন তিনি। ফেরার আগে ৪৯ রান করেন এ ওপেনার।
সঙ্গী হারিয়ে বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেন মেন্ডিসও। দলীয় ১১০ রানে সেই মুজারাবানির বলি হয়ে ফেরেন তিনি। তার আগে ৩৬ রান করেন তিনি। স্কোর বোর্ডে আর ৭ রান যোগ হতেই ফেরেন নিরোশান ডিকভেলা। তিনিও শিকার মুজারাবানির।
পরে আসেলা গুনারত্নেকে নিয়ে আগানোর প্রচেষ্টা চালান চান্দিমাল। তবে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন গুনারত্নে। দলীয় ১৪৫ রানে কাইল জারভিসের শিকার হয়ে ফেরেন তিনি।
গুনারত্নের বিদায়ের পর ক্রিজে আসেন থিসারা পেরেরা। তাকে নিয়ে ধীরে ধীরে জয়ের দিকে ধাবিত হতে থাকেন চান্দিমাল। শেষ পর্যন্ত সহজেই দলকে জয়ের বন্দরে নোঙর করান এ জুটি। তাদের নান্দনিক ব্যাটিংয়ের সুবাদে ৩১ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় লংকানরা।
এদিন বোলিংয়ের মতো ব্যাট হাতেও চমক দেখান থিসারা। শেষ দিকে মাত্র ২৬ বলে ১ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন এ হার্ডহিটার। অপর প্রান্তে খেলা ধরে রাখা চান্দিমাল অপরাজিত থাকেন ৩৮ রানে।
জিম্বাবুয়ের হয়ে মুজারাবানি ৩টি এবং তেন্দাই চাতারা ও কাইল জারভিস নেন ১টি করে উইকেট।
এর আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক গ্রায়েম ক্রেমার। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা ও সলোমন মির। দলকে দারুণ সূচনা এনে দেন তারা। উদ্বোধনী জুটিতেই ৪৪ রান তুলে বড় সংগ্রহের আভাস দেন এ জুটি।
তবে একমাত্র ব্রেন্ডন টেলর, ম্যালকম ওয়ালার ও গ্রায়েম ক্রেমার ছাড়া তাদের দেখানো পথে হাঁটতে পারেননি বাকি ব্যাটসম্যানরা। ফলে বড় স্কোরও গড়তে ব্যর্থ হয় জিম্বাবুয়ে। ৪৪ ওভারে ১৯৮ রানেই গুটিয়ে যায় দলটি।
দলের হয়ে ৮০ বলে ৬ চারে সর্বোচ্চ ৫৮ রানের লড়াকু ইনিংস খেলেন টেলর। ৪২ বলে ৩৪ রান করেন ক্রেমার। আর ওয়ালারের ব্যাট থেকে আসে ২৪ রান।
এদিন শ্রীলংকার সেরা বোলার থিসারা পেরেরা। একাই ৪ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে ধসিয়ে দেন তিনি। ৩ উইকেট নিয়ে তাতে সামিল হন নুয়ান প্রদীপ।