সবকিছুর সঙ্গে বদল এসেছে বাঙালী বিয়েতেও৷ সাবেকিয়ানার ঢাকনা ছেড়ে বেড়িয়ে এসে এখন বিয়ে নিয়ে এক্সপেরিমেন্ট করে থাকেন অনেকেই। বেনারসী ছেড়ে অনেকেই এখন কেপ-স্কার্ট বা লাহেঙ্গা বা গ্রাউনও পরে থাকেন৷
বিয়ে যখন থিম…
বিয়ে নিয়ে এখন বেশ অনেকরকম এক্সপেরিমেন্ট হয়ে থাকে৷ হাজারও চিন্তা ভাবনা থাকে এই বিয়ে নিয়ে৷ ইদানিং একটু ভালমতো খেয়াল করলেই দেখা যাবে বিয়েতে থিম ও রাখছেন অনেকে৷ সেক্ষেত্রে বর এবং কনে দুজনের পরনেই চাই বিচ ওয়্যার৷
বিয়ের রাতে রয়্যাল লুকে…
তবে বিয়ের রাতে পোশাক খুব বেশি এক্সপেরিমেন্ট না করাই ভাল৷ বিয়ের দিন বর কনে উভয়ই থাকুক রয়্যাল লুক৷ কনের ক্ষেত্রে লাল বেনারসি এবং বরের ক্ষেত্রে পাঞ্জাবী বা শেরওয়ানি৷ আসলে বিয়ের দিন কনে কে লাল বেনারসী ছাড়া ভাবাই জায়না৷ তবে এক্ষেত্রে অন্যধরনের ব্লাউজ ব্যাবহার করতে পারেন৷ যে কোনও সফট প্যাস্টেল সেড বা স্যাম্পেনরঙা ব্লাউজ ট্রাউ করা যেতে পারে৷
ভিন্ন সংস্কৃতির বিয়ের পোশাক….
শহরের বুকেই রয়েছে এমন অনেকগুলো ডিজাইনার হাব যারা আপনাকে আপনার পছন্দ মতো বিয়ের পোশাক থেকে ম্যাচিং অ্যাকশেশরিস পার্স সমস্তটাই জোগান দেবে আপনাকে৷
গায়র রঙ বুঝে পোশাক বাছুন..
অর্নামেন্টস…
স্বপ্নের সিন্ডরেলা হওয়ার শখ এখন পূরণ করতে চান প্রত্যেকেই। ম্যারেম্যারেপনা! স্ট্রিক্টলি নট। তাই চুনির সাজ, রানীর সৌন্দর্য, রাজকীয় উজ্জ্বল্য হওয়া মাস্ট।
সবমিলিয়ে বিয়ের পরে ঘর কতটা লক্ষ্মী পয়মন্ত হবে, কতটা সুখী হবে গৃহকোণ তা নিয়ে মাথা ব্যাথা এখন তোলা থাকছে সুটকেসে। এমনকি ফুলসজ্জার রাত কতটা মধুর হল সে সব পরের গল্প। এখন স্রেফ একটাই কথা বিয়ের অ্যালবামটা যেন মনের কোনে “Go Gorgeous” হয়ে থাকে।