ছবিতে হ্যালোইন
প্রকাশ: ২০১৫-১১-০১ ০৯:৩৭:২৭

হ্যালোইনে চকলেট ও জেলি দিয়ে সাজানো হয়েছে ভুতুড়ে হাত। ছবিটি গতকালের। ছবি: রয়টার্স
নিউইয়র্কে একটি বাড়ির আঙিনাকে গতকাল হ্যালোইনের ভৌতিক সাজে সাজানো হয়। ছবি: রয়টার্স ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাউথ লনে হ্যালোউন উৎসবে আসা এক শিশুকে দেখে হাসছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবিটি গতকালের। ছবি: রয়টার্স হোয়াইট হাউসের সাউথ লনে গতকাল হ্যালোইন উৎসবে দারুণ খুশি ওবামা ও মিশেল। ছবি: রয়টার্স হ্যালোইনে চকলেট ও জেলি দিয়ে সাজানো হয়েছে ভুতুড়ে হাত। ছবিটি গতকালের। ছবি: রয়টার্স মেক্সিকোতে চকলেট ও জেলি দিয়ে বানানো হয়েছে নাক, কান, মগজ ও চোখের মণি। একটি ট্রেতে সেগুলো রাখা হয়েছে। এ দিয়ে জমবে হ্যালোইনের সাজ। ছবি: রয়টার্স ক্যালিফোর্নিয়ায় স্কুলে গতকাল হ্যালোইনের সাজে একটি শিশু। ছবি: রয়টার্স