বিতর্ক বিক্ষোভের মধ্যে মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যেই ‘পদ্মাবত’ দু’শো কোটি রুপির ব্যবসা করে ফেলেছে । ছবিতে সঞ্জয় লীলা বনসালির অসাধারণ সেট ডিজাইন, কোরিওগ্রাফির মন মাতানো উপস্থাপনের পাশাপাশি উচ্চ প্রশংসিত রণবীর সিংয়ের অভিনয় ।
আর এই ‘পদ্মাবত’-এর বদৌলতে মাত্র বত্রিশ বছর বয়সেই এই অভিনেতা ভেঙে ফেললেন বলিউডের তাবড় অভিনেতাদের রেকর্ড ।
দু’শো কোটির ক্লাবে আমির খান, সালমান খান, শাহরুখ খান ছাড়াও অক্ষয় কুমার, অজয় দেবগনের রয়েছে অনেকগুলি ছবি । কিন্তু এত অল্প বয়সে বড় কোনো বলিউড নক্ষত্র এই ক্লাবের সদস্য হতে পারেনি ।
টাইমস নাউ-এর রিপোর্ট বলছে ২০০৯-এ আমির খানের ছবি ‘থ্রি ইডিয়টস’ প্রথম যখন দু’শো কোটির ক্লাবে ঢোকে, সেই সময় আমিরের বয়স ৪৪বছর।
২০১৩তে ‘চেন্নাই এক্সপ্রেস’ স্থান পায় এই ক্লাবে, তখন শাহরুখ ৪৭ । সালমানের ‘কিক’ সিনেমা ২০১৪ সালে দু’শো কোটির ক্লাবে প্রবেশ করে, সেইসময় ‘ভাইজান’-এর বয়স ৪৮ ।
২০১৭ তে ‘গোলমাল এগেইন’ এই ক্লাবের সদস্য হয়, তখন অজয় দেবগনের বয়স ৪৮ ।
বনসালির ‘পদ্মাবত’-এর মধ্য দিয়েই দু’শো কোটির ক্লাবে অনায়াসে পৌঁছে গেলেন রণবীর সিং এবং শাহিদ কাপুর । রণবীর এখন ৩২ আর শাহিদ ৩৬ ।
অর্থাৎ সবচেয়ে কম বয়সে, মাত্র বত্রিশেই, রনবীর দখল করলেন এই আসন ।