সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দুলাইন বিল দখল নিয়ে দু’পক্ষের সংষর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, আবদুল খালিক (২৭) ও শেখ ফরিদ (৪০)।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তোবার আলীর পক্ষের স্থানীয়রা দুলাইন বিল দখলে যায়। এ সময় বিলে অবস্থানকারী আবদুল হক সরকারের পক্ষ তাদের প্রতিহত করে। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ১৬ জন আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পথে আবদুল খালিক ও ঘটনাস্থলে শেখ ফরিদ নিহত হন।
সংঘর্ষে গুরুতর আহত পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকি ১০জন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এর আগে শুক্রবার ভোলাগঞ্জে জায়গা দখল নিয়ে সংঘর্ষে এক যুবক নিহত হন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুলাইন বিলের দখল নিয়ে দীর্ঘ দিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। চলতিমাসেও এ বিলে সংঘর্ষ হয়েছে, থানায় মামলাও হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।