জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের সত্যায়িত কপি দ্রুত পাওয়ার জন্য আজ আদালতে আবেদন করবেন খালেদা জিয়ার আইনজীবীরা।
রোববার বকশীবাজারে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালত প্রাঙ্গণে এ কথা জানান বিএনপি চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া।
তিনি বলেন, রায়ের সত্যায়িত কপি হাতে না পাওয়ার কারণে আমরা জামিনের জন্য আবেদন করতে পারছি না।
তাই রায়ের সত্যায়িত কপি পেতে কেন এত দেরি হচ্ছে তা জানার জন্য আমরা আজ আদালতে যাব। সেখানে গিয়ে যাতে দ্রুত রায়ের কপিটি পাওয়া যায় সে জন্য আবেদন করব, উল্লেখ করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।