দেশে গত কয়েকমাসেই বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছে। আর এ ঘটনাগুলোর পর চিকিৎসা ও ময়না তদন্তের জন্য বেশিরভাগ সময় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শরণাপন্ন হতে হয়। ঘটনায় অনেক মামলাতেই চিকিৎসকদের কোর্টে গিয়ে সাক্ষ্য দিতে হয়। আর এ অবস্থায় তারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই তারা নিরাপত্তার জন্য ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন।
ঢামেকের ফরেনসিক বিভাগের ভারপ্রাপ্ত ড. কাজী মো. আবু সামাহ বলেন, ‘দেশে যেভাবে খুনের ঘটনাগুলো ঘটছে, আমরা ময়নাতদন্ত করছি। রিপোর্ট দিচ্ছি। কিন্তু আমাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের নিরাপত্তা প্রয়োজন।’
প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস বলেন, ‘কোর্টে ডাক আসলে আমরা যাই। আমাদের প্রতিবেদন পেশ করি। সেখানে হয়তো আসামি পক্ষের লোকজনও থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিবেদন তাদের বিপক্ষেই যায়। আর তারা আমাদের গতিবিধি নজরদারি করছে কি করছে না আমরা বলতে পারছি না। এসময় চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সরকারের কাছে আমরা আমাদের নিরাপত্তা দাবি জানাচ্ছি।