ইতালিতে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু
প্রকাশ: ২০১৮-০৩-০৫ ০০:১৭:৩৩

দীর্ঘ জল্পনা কল্পনার অবসান হয়ে সমগ্র ইতালিতে চলছে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এ নির্বাচনে ১৮টি দল অংশ নিয়েছে। ১৮টি দল নির্বাচনে অংশ নিলেও সাবেক প্রধানমন্ত্রী বেলু সকোনির ফরজা ইতালিয়া ও মাত্তে রেনছি ও ছিলেভিনির লেগানদসহ ফাইব স্টার মোভেমেন্ট ও পিডিয়ারের মধ্যেই হবে হাড্ডা-হাড্ডি লড়াই।
ইতালির দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে কোনো দল একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ইতালিতে দুইটি সংসদ রয়েছে। একটি হলো প্রতিনিধি পরিষদ কক্ষ অপরটি সিনেট।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













