ফেসবুকে কুকুর মারার আর্জি মহিলার

প্রকাশ: ২০১৫-০৯-২২ ১৩:৩১:৩৫


pet-dog-650x360

‘বন্দুক দিচ্ছি, কেউ এসে আমার বাড়ির কুকুরটাকে মেরে দিয়ে যাবেন?’- ফেসবুক কমিউনিটিতে এমন মেসেজ পেয়ে চমকে গিয়েছিলেন অনেকে৷ তবে ফেক কিছু নয়, সত্যিই এক মহিলা এরকম আর্জি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়৷

নিজের বাড়ির কুকুরের দেখভাল আর করতে পারছিলেন না ওই  মহিলা৷ আশেপাশে লোক খুঁজেছিলেন, কেউ যদি তার বুলডগটিকে গুলি করে মেরে দেয়৷ কিন্তু এমন কাউকে তিনি খুঁজে পাননি, যিনি এরকম কাজ করতে পারেন৷ উপায়ন্তর না দেখেই নাকি তিনি ফেসবুক কমিউনিটিতে এ আবেদন জানান৷ ৩ বছরের কুকুরছানাকে কেউ মারার কথা বলতে পারে? নিউ ইয়র্কের অ্যানিমাল কন্ট্রোল অফিসার তো এ খবর পেয়ে তাজ্জব৷ তড়িঘড়ি কুকুরটির দায়িত্ব নেয় তাঁর দফতর৷ অ্যানিমাল শেল্টার কোঅর্ডিনেটর ন্যান্টি মসও এমন খবরে বাকরুদ্ধ৷ তিনি জানিয়েছেন, এই সব পশুদের নিয়েই তাঁর প্রতিদিনের কাজ৷ এরা তাঁর কাছে প্রাণের থেকেও প্রিয়৷ কী করে যে কেউ এরকম ছোট্ট একটা কুকুরকে গুলি করে মারতে চান, তা তিনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না৷