সময় প্রকাশনের ফরিদকে হত্যার হুমকি
প্রকাশ: ২০১৫-১১-০১ ১২:১৩:৩৮

শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে গলা কেটে হত্যার পর রাত পার হতেই সময় প্রকাশনের স্বত্বাধিকারী ফরিদ আহমেদকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার সকাল ১০টার দিকে তার মোবাইল ফোনে খুদে বার্তা দিয়ে এ হুমকি দেওয়া হয়।
প্রকাশক ফরিদ আহমেদ বলেন, ‘সকাল ১০টার দিকে ০১৭২১৪২৫০০৮ নম্বর থেকে একটি এসএমএস আসে। সেখানে লেখা থাকে ‘নাস্তিকদের অনেক বই ছেপেছ তুমি, তোমার অনেক পাপ। মৃত্যুর জন্য প্রস্তুত হও।’ নিচে লেখা রয়েছে, আল আহরার, ইউকে।
সময় প্রকাশনও জাগৃতি ও শুদ্ধস্বরের মতো কয়েকজন হত্যাকাণ্ডের শিকার লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের বই প্রকাশ করেছিল।
শনিবার দুপুরের পর লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয় ও বিকেলে শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতির কার্যালয়ে হামলার ঘটনার ঘটে। শুদ্ধস্বরের হামলায় টুটুল ছাড়াও লেখক ও ব্লগার রণদীপম বসু এবং তারেক রহিম আহত হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












