“এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ” পদক পেলেন কুবির প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান সোহরাব উদ্দিন
আপডেট: ২০১৫-১১-০১ ১২:৩৬:৪১
হালিমা বেগম এবং শেখ শরফুদ্দিন ট্রাস্ট ফান্ড-২০১৪ এর বিজ্ঞান শাখার পদক পেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রত্নতত্ত্ব বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহরাব উদ্দিন।। সোমপুর মহাবিহারে পোড়ামাটির ফলকে জীববৈচিত্র নিয়ে গবেষণায় অসামান্য অবদান রাখায় জন্য ‘এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ’ তাঁকে এই পদক দেয়।
২৯ অক্টোবর বৃহস্পতিবার ‘এশিয়াটিক সোসাইটি অপ বাংলাদেশ’এর অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়।। অনুষ্ঠান উপস্থিত ছিলেন প্রফেসর গোলাম রাব্বানি, ট্রাস্টের বিজ্ঞান শাখার চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের প্রফেসর জে. এন. তাহমিদা বেগম ।
এই অনুষ্ঠানেই ‘সোমপুর মহাবিহারে পোড়ামাটির ফলকে জীববৈচিত্র’ নামে তাঁর একটি বই ও প্রকাশিত হয়। মোঃ সোহরাব উদ্দীন BKSP থেকে ১৯৯৫ সালে এস এস সি ও ১৯৯৭ সালে একই কলেজ থেকে এইচ এস সি পাস করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ে প্রত্মতত্ত্ব বিভাগ থেকে ২০০৪ সালে আনার্স ও ২০০৭ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স স¤পন্ন করেন। বর্তমানে তিঁনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ে “ÒAndemic Animal World in Archaeotectonic Terracotta plaques of Bangladesh (form early History to early Mediale) পি এইচ ডি করছেন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রত্নতত্ত্ব বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন।
সানবিডি/ঢাকা/এলাহী/এসএস