কুমিল্লা মহানগরীর রেসকোর্স এলাকার একটি ছাত্রাবাস থেকে সাগর দত্ত নামে কলেজছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একই কক্ষ থেকে সজীব নামে আরেক ছাত্রকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে তাদের উদ্ধার করা হয়। তবে সকাল সাড়ে ৬টার দিকে গুলির শব্দ পেয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিহত সাগর ও আহত সজীব কুমিল্লা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। গুলিবিদ্ধ সজীবকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।