ব্যাপক দরপতনে চলছে লেনদেন
প্রকাশ: ২০১৫-১১-০১ ১৩:০৯:৪৩
দেশের উভয় বাজারে আজ রোববার সূচকের নিম্নমুখী ধারায় চলছে লেনদেন। উভয় বাজারেই দরপতন অব্যাহত রয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথম ২ ঘণ্টায় ১৩১ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭ কোটি টাকা লেনদেন হয়েছে।
ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, আজ বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৪টি কোম্পানির। আর দর কমেছে ২৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৯৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৭৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭০২ পয়েন্টে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৭৮ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির।
সানবিডি/ঢাকা/এসএস