এসকোয়্যার নিট কম্পোজিটের ২৪ ঘন্টার বিডিংয়ে সর্বোচ্চ ৪৬ টাকা দর প্রস্তাব করেছেন যোগ্য বিনিয়োগকারীরা। সোমবার (০৯ জুলাই) বিকাল ৫টায় শুরু হওয়া বিডিংয়ের মঙ্গলবার (১০ জুলাই) একই সময়ে এই চিত্র দেখা গেছে। তবে কোম্পানিটির কাট-অফ প্রাইস নির্ধারনের লক্ষ্যে এই বিডিং চলবে টানা ৭২ ঘন্টা বা ১২ জুলাইয়ের বিকাল ৫টা পর্যন্ত।
বিডিংয়ের ২৪ ঘন্টায় ১০জন বিডার দর প্রস্তাব করেছেন। এরমধ্যে ১জন বিডার প্রতিটি ৪৬ টাকা করে ৪ লাখ ৭ হাজার ৬০০টি শেয়ার কেনার জন্য দর প্রস্তাব করেছেন। যার মোট দর ১ কোটি ৮৭ লাখ ৪৯ হাজার ৬০০ টাকা।
বিডিংয়ে অংশ নেওয়া অন্যান্য বিডারদের মধ্যে ৩জন ৪৫ টাকা করে দর প্রস্তাব করেছেন। এছাড়া ১জন ৪৩ টাকা, ১জন ৩৫ টাকা, ২জন ৩২ টাকা ও ২জন ২২ টাকা করে দর প্রস্তাব করেছেন। এক্ষেত্রে ১০ জন বিডার মোট ১৮ কোটি ১২ লাখ ৩১ হাজার ৫০০ টাকার শেয়ার কেনার জন্য দর প্রস্তাব করেছেন।
এসকোয়্যার নিট কম্পোজিট লিমিটেড শেয়ারবাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে। এরমধ্যে বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ ৯৩ কোটি ৭৫ লাখ টাকা। এই বরাদ্দকৃত টাকার উপরে বিডিংয়ের মাধ্যমে নির্ধারিত হবে কাট-অফ প্রাইস।
এর আগে গত ২৩ জানুয়ারি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেয়।
শেয়ারবাজার থেকে উত্তোলনযোগ্য টাকা দিয়ে এসকোয়্যার নিটের ব্যবসা সম্প্রসারণ, ভবন নিমার্ণ, ডাইং ও ওয়াশিং প্লান্টের জন্য যন্ত্রপাতি কেনা হবে।
৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৫২ টাকা। আর ২০১৭ সালের ৩০ জুন পুনর্মূল্যায়ন পরবর্তী নিট শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৫.৮৩ টাকা।
উল্লেখ কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিডে। আর রেজিস্ট্রার টু দ্য ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।