জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি জালিয়াতির সাথে জড়িত থাকায় ফার্মেসি বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বহিষ্কৃত শিক্ষার্থীর নাম আকিব বিন বারী (আইডি#১৩০৬০৬০২০)। তিনি ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির সাথে সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ ছিলো।
আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে ২২ মার্চ জারিকৃত অফিস আদেশের মাধ্যমে এই শিক্ষার্থীকে সময়িক বহিষ্কার করা হয়েছিল এবং তাকে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না তার লিখিত জবাব চাওয়া হয়। আকিব বিন বারী চলতি বছর ২৮ মার্চ যে লিখিত জবাব দেন তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বিবেচিত না হওয়ায় এবং অভিযোগের সত্যতা পাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ১১(১০) ধারায় সিন্ডিকেটের অনুমোদনে আকিবকে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।