‘প্রাথমিক শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেলের পরিকল্পনা নেই’
প্রকাশ: ২০১৫-১১-০১ ১৪:১৯:৩২
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য পৃথক কোনো পে-স্কেলের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্যজোট নেতাদের সঙ্গে বৈঠক তিনি একথা জানান। বৈঠকে স্বতন্ত্র বেতন-স্কেল, পদোন্নতিসহ সংশ্লিষ্ট ৫ দফা দাবি জানিয়েছেন শিক্ষক প্রতিনিধিরা।
দাবিগুলো হলো- ৮ম পে-স্কেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন স্কেল প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের নিচের ধাপেই নির্ধারণ, প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগ বন্ধ করে সহকারী শিক্ষক পদ থেকে এন্ট্রিপদ ধরে সব আর্থিক সুবিধাসহ শতভাগ পদোন্নতি প্রদান, ৮ম জাতীয় বেতন স্কেলে টাইম স্কেল বহালসহ যথাসময়ে যোগদান তারিখ অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ চক্রবৃদ্ধিহারে দেওয়া, সদ্য জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সহকারী শিক্ষক পদে পদায়ন করে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া, প্রাথমিক ডিপার্টমেন্টকে নন-ভ্যাকেশনাল ডিপার্টমেন্ট হিসেবে ঘোষণা।
বৈঠকের পর অর্থমন্ত্রী বলেন, এই প্রথমবার কেউ আমাকে শিক্ষকদের দাবির বিষয়গুলো জানাতে এলো। এর আগে প্রাথমিক শিক্ষকদের বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা করবো।
তিনি আরও বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য পৃথক কোনো পে-স্কেলের পরিকল্পনা নেই। প্রচলিত পে-স্কেলেই বেতন-ভাতা পাবেন তারা।
সানবিডি/ঢাকা/এসএস