বীমা দাবি না পেয়ে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি মেটলাইফ'র বিরুদ্ধে করা ৪ গ্রাহকের অভিযোগের শুনানি শেষ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । যেকোন দিন এ বিষয়ে আদেশ দেয়া হবে। অভিযোগাকরী গ্রাহকদের সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ মঙ্গলবার বেলা ১২টায় আইডিআরএ'র সভাকক্ষ-২ এ শুনানি অনুষ্ঠিত হয়।[caption id="attachment_45741" align="alignright" width="800"] মেটলাইফে'র ফাইল লোগো[/caption]
আইডিআরএ'র সদস্য গকুল চাঁদ দাস, বোরহান উদ্দিন আহমেদ ও ড. এম মোশাররফ হোসেন শুনানি গ্রহণ করেন। অভিযোগকারী ৪ বীমা গ্রাহক এবং বীমা কোম্পানি মেটলাইফ'র প্রতিনিধির উপস্থিত ছিলেন।
মৃত্যুদাবি, সমর্পন মূল্য ও মেয়াদোত্তীর্ণ বীমা দাবি পরিশোধ না করায় মেটলাইফ'র বিরুদ্ধে আইডিআরএ অভিযোগ করেন ৪ গ্রাহক। এসব অভিযোগের প্রেক্ষিতে আজ মঙ্গলবার এ শুনানি আয়োজন করে বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।
যোগাযোগ করা হলে অভিযোগকারী বীমা গ্রাহকদের একজন মো. গোলাম মাহমুদ বলেন, আমরা শুনানিতে অংশ গ্রহণ করেছি। সেখানে আমাদের অভিযোগ সু্স্পষ্টভাবে তুলে ধরেছি এবং তা প্রমাণ করতেও সমর্থ হয়েছি। কয়েকদিন পরেই এ বিষয়ে আদেশ দেবেন বলে আইডিআরএ থেকে আমাদের জানানো হয়েছে। আশা করছি কর্তৃপক্ষ আমাদের ন্যায় বিচার দেবেন।
অভিযোগকারী আরেক বীমা গ্রাহক মো. সাইফুল ইসলাম বলেন, বেশ কিছু দিন আগে আইডিআরএ অভিযোগ করেছিলাম। আজ তার শুনানি অনুষ্ঠিত হলো। কর্তৃপক্ষ উভয় পক্ষের বক্তব্য শুনেছেন।
এদিকে আইডিআরএ'র সদস্য বোরহান উদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সরকার গ্রাহক স্বার্থ রক্ষায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করেছে। এই গ্রাহকদের স্বার্থ নিয়ে ছিনিমিনি খেলা হলে সেখানে আইডিআরএ খড়ক হস্তে দাঁড়াবে। সম্প্রতি বীমা দাবি পরিশোধের একটি অনুষ্ঠানে তিনি এ কথা জানান।