বিচ্ছিন্ন ঘটনার জন্য পরিস্থিতি খারাপ বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আপডেট: ২০১৫-১১-০১ ১৮:৫০:০৩
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই ভালো বলে দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘দুয়েকটা ঘটনার জন্য পরিস্থিতি খারাপ বলা যাবে না।’
গতকাল প্রকাশক দীপন হত্যার পর দেশের সার্বিক পরিস্থিতি কেমন জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী রোববার সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিভি ভাল থাকলে এমন ঘটনা বারবার কেন ঘটছে জানতে চাইলে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা সারা পৃথিবীব্যাপী ঘটছে। এ যুগে কোন জায়গায়, কোন দেশে এমন হয় না সেটা আমাকে বলবেন? অস্ট্রেলিয়াতে হচ্ছে, আমেরিকায় হচ্ছে, ফ্রান্সে হচ্ছে। ধরাও পড়ছে, আমাদেরটাও ধরা পড়বে ইনশাআল্লাহ।’
তবে প্রকাশকদের উপর হামলার ঘটনার তদন্তে ও হামলাকারীদের গ্রেপ্তারের বিষয়ে কোনো অগ্রগতি জানাতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘গোয়েন্দাসংস্থাসহ আইন শৃঙ্খলাবাহিনী কাজ করছে। শিগগিরই জড়িতদের ধরা হবে।’
কামাল বলেন, ‘দেশকে অস্থিতিশীল করতে আনসারুল্লাহ নামে জামায়াত-শিবির, জেএমবি, হরকাতুল জেহাদসহ বিভিন্ন জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে। মূলত তারা সবাই একসূত্রে গাঁথা।’
তিনি আরো বলেন, ‘থানায় জিডির পর ব্লগার টুটুলকে নিরাপত্তা দেয়া হয়েছে। আমরা বলেছিলাম সব প্রতিষ্ঠানে সিসিসি ক্যামেরা স্থাপন করতে। অনেকে বসাননি। এখনো সব প্রতিষ্ঠানে সিসিসি ক্যামরা বসানোর জন্য বলছি। যাতে কোনো ঘটনা ঘটলে অপরাধী শনাক্ত করা যায়।’
সানবিডি/ঢাকা/এসএস