অনলাইনে সেবা পাবে স্যামসাং মোবাইল ফোনের গ্রাহকরা
ডেস্ক প্রকাশ: ২০১৮-০৭-২১ ২১:১১:২৭
বাংলাদেশি গ্রাহকদের অনলাইনে মোবাইল ফোন সংক্রান্ত সেবা দেবে স্যামসাং। ইতোমধ্যে একটি ওয়েবসাইট (www.excelestore.com.bd) তৈরি করেছে কোম্পানিটি।
বৃহস্পতিবার (১৯ জুলাই) গুলশানে এক্সেল টেলিকম (প্রা.) লিমিটেডের নিজস্ব অফিসে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়।
ডেডিকেটেড এই ই-কমার্স সাইট থেকে ঘরে বসেই স্যামসাংয়ের আসল মোবাইল ফোন ও যন্ত্রাংশ কেনা যাবে।
এক্সেল টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক ও লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর (সিআইপি) ওয়েবসাইটটি উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাবিব গ্রুপের ভাইস চেয়ারম্যান সুলতানা জাহান (সিআইপি)। আরো উপস্থিত ছিলেন এক্সেল টেলিকম ও স্যামসাং বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
লাবিব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এক্সেল টেলিকম (প্রা.) লিমিটেড স্যামসাং-এর ন্যাশনাল ডিস্ট্রিবিউটর।