সোনালী ব্যাংকের নতুন ডিএমডি এবনুজ জাহান

ডেস্ক আপডেট: ২০১৮-০৭-২১ ২১:২৩:১৬


রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে এ যোগদান করেছেন মো. এবনুজ জাহান। এর আগে তিনি অগ্রণী ব্যাংকে ডিএমডি হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার সোনালী ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এবনুজ জাহান অগ্রণী ব্যাংকে যোগদানের পূর্বে রূপালী ব্যাংকে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। ওই সময়ে তিনি বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম অতিরিক্ত দায়িত্বে কুমিল্লার বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এবনুজ জাহান রূপালী ব্যাংকের মাঠ পর্যায়ে বিভিন্ন এ গ্রেড শাখার ব্যবস্থাপক, একাধিক কর্পোরেট শাখায় শাখা ও অঞ্চল প্রধানের দায়িত্ব পালন করেন।

১৯৮৬ সালে অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি তার ব্যাংকিং পেশা শুরু করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন যথাক্রমে ১৯৮৩ ও ১৯৮৪ সালে। তিনি দেশে ও বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন সেমিনার ও কর্মশালায় যোগদান করেন। এবনুজ জাহান ১৯৬২ সালে বরিশাল জেলার আগৈলঝাড়ার উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।