জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজাকে ছুরিকাঘাতের ঘটনায় চারজনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা হয়েছে।
মামলার পরপরই শাহিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সব আসামিদের গ্রেফতারের দাবিতে শনিবার বিকেলে আবারও জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা জয়পুরহাট সরকারি কলেজ ও শহরে বিক্ষোভ মিছিল করেছে।
জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন বলেন, শুক্রবার বিকেলে প্রফেসর পাড়া এলাকায় একই দলের কয়েকজন ছেলে রেজাকে হত্যার উদ্দেশ্যে বুকের ডান পাশে, মাথার পেছনে ও দুই হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসক তার শরীরে অস্ত্রোপচার করে। বর্তমানে সে আশঙ্কামুক্ত।
এর আগে শুক্রবার রাতে জয়পুরহাট শহরের শান্ত, শাহিন, আনোয়ার ও বাচ্চুর নাম উল্লেখ করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজা বাদী হয়ে সদর থানায় মামলা করেন।