চলিত মাসেও জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে না আমদানি করা তরল প্রাকৃতিক গ্যাস-এলএনজি। আগামী মাসে এলএনজি সরবরাহ শুরু হবে। সমুদ্রের তলদেশে পাইপ লাইনে ত্রুটির কারণে সরবরাহ বিঘ্নিত হচ্ছে। শনিবার এসব তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ২০১৮-১৯ অর্থ বছরের দুই দিনের মহাব্যবস্থাপক সম্মেলনের শেষ দিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আরেক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, কয়লার সঙ্কটে বড়পুকুরিয়ার ৫২৫ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎকেন্দ্র বন্ধ হলে রংপুর ও দিনাজপুরে কিছুটা সমস্যা হবে। এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। বিশেষ ব্যবস্থায় সিরাজগঞ্জের বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে ওই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
সম্মেলনে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকরা (জিএম) তাদের সমস্যা তুলে ধরেন। সবেচেয়ে বেশি বলা হয় ওভারলোডেড ট্রান্সফরমার ও সাবস্টেশনের কথা। হবিগঞ্জের জিএম বলেন, ওভারলোডেড সাবস্টেশনের কারণে নতুন গ্রাহক তৈরিতে সমস্যা হচ্ছে। পুরাতন গ্রাহকরাও মানসম্মত বিদ্যুৎ পাচ্ছে না। ভোলার জিএম বলেন ট্রান্সফরমারের ওভারলোড সমস্যা দূর না হলে ভোলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে।
সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, সঠিক সময়ে সঠিক পরিকল্পনা না করায় বিদ্যুৎ বিতরণে সংকট তৈরি হয়। তিনি আরও বলেন, বিদ্যুতে সরকারের অনেক সাফল্য। কিন্তু কোন কারণে বিদ্যুৎ না থাকলে সব সাফল্য ম্লান হয়। নির্বাচনের বছর মানুষকে আরো বেশি করে সেবা দিতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে যথাসময়ে সাব-স্টেশন নির্মাণ ও ওভারলোডেড ট্রান্সফরমার পরিবর্তন ও মেরামত করতে হবে। শেষ সময়ে এসে এসব কেন বলা হচ্ছে? এসব পরিকল্পনা তো আরও আগে হওয়া উচিত ছিল।
এসময় বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস বলেন, গ্রাহকরা টাকা দিয়ে বিদ্যুৎ কিনছে। কোন রকম হয়রানি ছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাওয়া তাদের অধিকার। এটি নিশ্চিত করতে আমাদের প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব ঠিক মতে করতে হবে।
সম্মেলনে আরইবি চেয়ারম্যান মঈন উদ্দিন এক উপস্থাপনায় জানান সরকারের ৯ বছরে তারা এক কোটি ৫৭ লাখ নতুন সংযোগ দিয়েছেন। এখন আরইবির গ্রাহক সংখ্যা ২ কোটি ৩১ লাখ।
'হয়রানিমুক্ত বিদ্যুতের অঙ্গীকার' এ প্রতিপাদ্য নিয়ে গত শুক্রবার থেকে শুরু হওয়া এ সম্মেলনে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির জিএমরা অংশ নেন। সম্মেলনে আরইবি'র সেরা কর্মকর্তা সদস্য (বিতরণ ও পরিচালন) মো.মোস্তফা কামাল, মাঠ পর্যায়ের কর্মকর্তা ময়মনসিংহ পল্লী সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার জহিরুল ইসলাম এবং আরইবির সেরা কর্মচারী সামছুল হুদা চৌধুরী শুদ্ধাচার সম্মাননা লাভ করেন। সম্মেলনে ২০১৮-১৯ অর্থ বছরের নতুন লক্ষ্যমাত্রা এবং গত বছরের অর্জন নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়।
সম্মেলনে অন্যদের মধ্যে পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আল-বেরুনী, ওজোপাডিকোর ) ব্যবস্থাপনা পরিচালক মো. শফিক উদ্দিন বক্তব্য দেন।