বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র পদে বদল
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-০৭-২২ ২১:৩৫:৪৭
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র পদে পরিবর্তন আনা হয়েছে। মুখপাত্র দেবাশিস চক্রবর্তীকে সরিয়ে সিরাজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা দুজনই কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক। ব্যাংক-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলা মুখপাত্রের দায়িত্ব।
বাংলাদেশ ব্যাংকের ভোল্টে রক্ষিত সোনার বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি নির্বাহী পরিচালক দেবাশিস চক্রবর্তী। তাঁর সঙ্গে কয়েক দফা যোগাযোগ, লিখিত প্রশ্ন জমা দেওয়ার পরও তিনি প্রথম আলোকে যথাযথ কোনো মন্তব্য দেননি। এর ফলে এ-সংক্রান্ত প্রতিবেদন নিয়ে বিপাকে পড়ে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পাওয়া সিরাজুল ইসলাম বলেন, তাঁকে আজ রোববার বিকেলেই এ দায়িত্ব দেওয়া হয়েছে।