ব্যবহারের পর ফেলে দিচ্ছেন পাকা কলার খোসা? জেনে নিন কলার খোসার ব্যতিক্রমী কিছু ব্যবহার।
1.চামড়ার জুতা পরিষ্কার করে কলার খোসা।
2.চমৎকার জৈব সার হিসেবে কাজ করে কলার খোসা। এতে থাকা পটাশিয়াম ও ফসফরাস উদ্ভিদের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে।
3.বাগানের গাছের পাতায় ধুলাবালি জমেছে? কলার খোসার সাদা অংশ ঘষে নিন। ধুলাবালির পাশাপাশি দূর হবে পোকামাকড়ও।
3.ত্বকচর্চায় নিয়মিত ব্যবহার করতে পারেন কলার খোসা। এতে থাকা ভিটামিন ও মিনারেল ত্বক উজ্জ্বল ও কোমল করে।
4.চামড়ার জুতার জৌলুস ফেরাতে পরিষ্কার করুন কলার খোসা দিয়ে।
5.রূপা কালচে হয়ে গেলে কলার খোসার সাদা অংশ ঘসে নিন। ঝকঝকে হবে রূপা।
6.প্রতিদিন সকালে কলার খোসার সাদা ঘষুন দাঁতে। দুই সপ্তাহ পর দেখবেন কেমন ঝকঝক করছে দাঁত!