আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে আমাদের পার্টির কেউ যাতে চাঁদাবাজি না করে সেই জন্য পরিষ্কারভাবে বলে দিয়েছি। সহযোগী সংগঠনগুলোকে লক্ষ্য রাখতে বলেছি। দলের চাঁদা নিয়ে আমরা প্রোগ্রাম করবো, এর বাইরে কেউ যেন চাঁদা না তোলে। এটা একটা অপকর্ম।
আজ মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, শোক দিবসকে কেন্দ্র করে কোথাও যদি এমন কিছু হয় তাহলে নেত্রীর (দলীয় সভাপতি শেখ হাসিনা) রাজনৈতিক কার্যালয়ে টেলিফোন করে তথ্য দিলে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবো।
দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, এ শোকের মাসের সম্মান, মর্যাদা, অবমাননাকর যাতে না হয়, জাতির পিতার আত্মার অমর্যাদা যাতে না করা হয়।
এর আগে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকদের সমন্বয়ে এক যৌথসভা অনুষ্ঠিত হয়।