বাজারে আসুসের গেমিং হেডফোন ও কীবোর্ড
ডেস্ক প্রকাশ: ২০১৮-০৭-২৭ ১০:২৭:৪৮

আসুস এর বাংলাদেশের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে নিয়ে এলো আসুস গেমিং হেডফোন আরওজি স্ট্রিক্স ফিউশন ৩০০ ও ৫০০ এবং গেমিং কীবোর্ড আরওজি স্ট্রিক্স ফ্লেয়ার।
আকর্ষণীয় এই হেডফোনগুলোতে রয়েছে সারাউন্ড সিস্টেম। এছাড়াও ইএসএস অ্যম্পিফায়ার ও অরা সিন্ক আরজিবি লাইটিং। আরও থাকছে এক্সক্লুসিভ প্লাগ এন্ড প্লে ভারচুয়্যাল ৭.১ সাউন্ড। আর এতসব আকর্ষণীয় বৈশিষ্টসম্পন্ন হেডফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ১০৫০০ ও ১৬৫০০ টাকায়।
এবং আরওজি স্ট্রিক্স ফ্লেয়ার কীবোর্ডটিতে রয়েছে চেরী এমএক্স রেড সুইচ এবং এতেও রয়েছে আরজিবি লাইটিং সুবিধা। যা পাওয়া যাচ্ছে মাত্র ১২,৫০০ টাকায়। ১ বছরের ওয়ারেন্টিসহ এই হেডফোনগুলো এবং কীবোর্ডটি পাওয়া যাচ্ছে গ্লোবালব্র্যান্ড এর যে কোন শাখায় অথবা অনুমোদিত ডিলার হাউজে। আরও বিস্তারিত জানতে ০১৯৭৭৪৭৬৫৮৭ নাম্বারে যোগাযোগ করা যেতে পারে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













