খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা মারা গেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার ছেলে এস এস খালেদীন রশিদী সুকর্ণ সমকালকে এতথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে সাংসদ সুজার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সুজা কিডনি রোগে ভুগছিলেন। প্রায় ৮ মাস আগে তার দুটি কিডনি বিকল হয়ে গেলে সিঙ্গাপুরে একটি প্রতিস্থাপন করা হয়।
মোস্তফা রশিদী সুজা ১৯৯১ সালে খুলনা-৪ আসন থেকে প্রথমবার এমপি নির্বাচিত হন। ১৯৯৬ সালে একই আসন থেকে দ্বিতীয়বার নির্বাচিত হয়ে তিনি জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পান। সর্বশেষ ২০১৪ সালেও ওই আসন থেকে নির্বাচিত হন তিনি।
সাংসদ সুজার মৃত্যুতে তার পরিবার এবং খুলনার দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।