গেইনারে মিরাকল ইন্ডাস্ট্রিজ
প্রকাশ: ২০১৫-১১-০১ ১৭:০১:১৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন গেইনারে রয়েছে বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন কোম্পানির শেয়ার দর ১০ শতাংশ বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ কোম্পানির শেয়ারের দর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ। আজ কোম্পানিটি সর্বশেষ লেনদেন করে ২৭ টাকা ৫০ পয়সা দরে। এদিন ১ হাজার ৬৩৪ বারে কোম্পানিটির লেনদেন হয়েছে ১৭ লাখ ৮৩ হাজার ৯০৫টি শেয়ার।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সেবা ও আবাসন খাতের কোম্পানি শমরিতা হসপিটাল। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬ পয়সা বা ৬ দশমিক ৭ দশমিক ৪০ শতাংশ। আজ কোম্পানিটির সর্বশেষ লেনদেন ৯৫ টাকা ৮০ পয়সা দরে। এদিন ২ হাজার ৬১২ বারে কোম্পানিটির ৮ লাখ ৭৪ হাজার ৭২৫ টি শেয়ার লেনদেন হয়।
আর ১ টাকা ২০ পয়সা বা ৪ দশমিক ৯০ শতাংশ দর বেড়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে জাহিন স্পিনিং লিমিটেড।
এছাড়া গেইনারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- দেশ গার্মেন্টস, ন্যাশনাল ফিড, জেমিনি সি ফুড, অ্যাপেক্স স্পিনিং, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, জিএসপি ফিন্যান্স ও ইফাদ অটোস লিমিটেড।
সানবিডি/ঢাকা/এসএস