আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের সর্বশেষ টি-টুয়েন্টি সিরিজে প্রথমে স্কোয়াডে ছিলেন মোস্তাফিজুর রহমান। কিন্তু দল ভারতের দেরাদুনের উদ্দেশে দেশ ছাড়ার ঠিক আগের দিন ছিটকে যান তিনি। আইপিএল থেকে চোট নিয়ে ফিরেছিলেন যা কাটিয়ে উঠতে না পারায় যেতে পারেননি দলের সঙ্গে। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজও মিস করেন। তবে ওয়ানডে সিরিজে ছিলেন। ফিরলেন টি-টুয়েন্টি দলেও। মোস্তাফিজকে রেখে শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫ সদস্যের টি-টুয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আফগান সিরিজে মোস্তাফিজ যেতে না পারায় তার বদলি হিসেবে দলে যোগ দেন আবুল হাসান রাজু। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে জায়গা হারিয়েছেন তিনি। মোস্তাফিজের জন্য জায়গা ছেড়ে দিতে হয়েছে তাকে। আফগান সিরিজে থাকা বাকিদের সবাই আছেন দলে।
দলের সঙ্গে যোগ দিতে সৌম্য সরকার ও আরিফুল হক আগেই দেশ ছেড়েছেন। শনিবার আয়ারল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ ‘এ’ দল। এই দলে ছিলেন সৌম্য সরকারও। তবে টিম ম্যানেজমেন্টের চাওয়াতে টি-টুয়েন্টি দলে নেয়া হয় সৌম্যকে।
ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টি ম্যাচ ৩১ জুলাই সেন্ট কিটসে। পরের টি-টোয়েন্টি দুটি হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ৪ ও ৫ আগস্ট হবে ম্যাচ দুটি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ টি-টুয়েন্টি দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়াক), মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল ইসলাম।