মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
ঢাকায় এলিভেটেড রিং রোডের পরিকল্পনা প্রধানমন্ত্রীর
প্রকাশিত - জুলাই ২৯, ২০১৮ ৯:২৪ এএম
রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এবং যানজট নিরসন কল্পে ভবিষ্যৎ পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমগ্র ঢাকাকে ঘিরে একটি এলিভেটেড রিং রোড নির্মাণের পরিকল্পনা তার সরকারের রয়েছে।
তিনি বলেন, ‘পুরো ঢাকা ঘিরে একটা রিং রোড করব। যেটা হবে সম্পূর্ণভাবে এলিভেটেড রিং রোড।’
শনিবার বিকালে রাজধানীর রামপুরা-বাড্ডা-প্রগতি সরণী এলাকায় হাতিরঝিল প্রকল্পের নর্থ ইউলুপ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যানবাহন রাস্তা দিয়ে নয়, উপর দিয়েই যাবে- এভাবে একটা এলিভেটেড রিং রোড নির্মাণ করে মানুষের যোগাযোগটা যাতে আরো সহজ হয় সেই ব্যবস্থাও আমরা করে দেব।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা ঢাকা মহানগরীর যানজট নিরসনে ২০ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নের কাজ হাতে নিয়েছি।’
প্রধানমন্ত্রী ইউলুপটি উদ্বোধনের পর পুরো এলাকাটি ঘুরে দেখেন এবং এটি উদ্বোধনের পর পরই যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ কনস্ট্রাকশন বিগ্রেড এটি নির্মাণ করে। ৫৫৮ দশমিক ৫০ মিটার দৈর্ঘ্যরে এই ইউলুপটি নির্মাণে ব্যয় হয়েছে ৩৩ কোটি টাকা।অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য একেএম রহমতউল্লাহ এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।
হাতিরঝিল প্রকল্পের প্রকল্প মহাপরিচালক মেজর জেনারেল আবু সাইদ মোহম্মদ মাসুদ অনুষ্ঠানে ইউলুপ প্রকল্পটির ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.