সাংবাদিকদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, আপনারা প্রশ্ন করেন, কেন রাস্তার পাশে ময়লা ফেলা হয়? কেন ঢাকা-লিংক রোড দিয়ে হাঁটার সময় নাকে রুমাল বেঁধে হাঁটতে হয়। রাস্তায় পানি কেন জমে থাকবে। আমি আর সি সি রাস্তা করলাম এখানে পানি জমে থাকে। এদেশ কারোর পৈতৃক সম্পত্তি না।
এ সময় ওই এলাকার মেম্বারকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এই জায়গা সেনাবাহিনী কিংবা প্রশাসনের যারই হোক না কেন আমি বুঝব। আপনি কেবল পানি বের হয়ে যাওয়ার ব্যবস্থা করেন। পানি এলাকায় জমতে পারবে না। কোন দিক দিয়ে ড্রেন করতে হবে কোন দিক দিয়ে রাস্তা কাটতে হবে সেটা আপনি এলাকার মুরুব্বিদের নিয়ে বের করে দেন।
ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ ও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস প্রমুখ।