পুঁজিবাজারে আসছে বস্ত্র খাতের কোম্পানি সিমটেক্সের ১ কোটি ৭০ লাখ শেয়ার। তবে এই কথা স্বীকার করতে নারাজ কোম্পানি কর্তৃপক্ষ। তাদের মতে এই শেয়ারের সংখ্যা আরও কম।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। ওই বছরের ২২ নভেম্বর দেশের উভয় স্টক এক্সচেঞ্জে একত্রে লেনদেন শুরু করে কোম্পানিটি।
পুঁজিবাজার সংশ্লিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, গত ২৯ জুলাই কোম্পানিটির ১ কোটি ৭০ লাখ শেয়ার ফ্রি হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ক্যাপিটাল গেইন সংক্রান্ত টেক্সেও টাকা জমা দিয়েছে প্লেসম্যান্ট হোল্ডাররা। তবে কোম্পানিটি বলছে ভিন্ন কথা। এ বিষয়ে কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা আশিস সানবিডিকে বলেন, আমার কাছ থেকে ৭৪ লাখ ৮০ হাজার শেয়ারের কাগজ নিয়েছে শেয়ারহোল্ডাররা।
একটি সূত্র জানিয়েছে, প্লেসম্যান্টের শেয়ার বাজারে ছাড়ার জন্য গত কয়েক দিন যাবত একটি গ্রুপ শেয়ারটি নিয়ে কারসাজি করছে। গত ৩ মাসে কোম্পানিটির শেয়ারের দও ২৬ টাকা থেকে প্রায় ৩৪ টাকায় তুলেছে। প্লেসম্যান্টের শেয়ার বাজাওে ছাড়তেই এই কাজ করা হয়েছে বলে জানায় ওই সূত্রটি।
ডিএসইর সূত্র মতে, বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৬৫ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে ৩৪ দশমিক ২৮ শতাংশ রয়েছে উদ্যোক্তাদেও কাছে।