ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল লিমিটেড। এদিন কোম্পানিটির ৩২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ২ হাজার ৬০৯ বারে এক কোটি ১১ লাখ ৮১ হাজার ৩১৪টি শেয়ার লেনদেন করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ২৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এদিন কোম্পানিটি এক হাজার ৮১৯ বারে ৭ লাখ ৩৭ হাজার ১১৫টি শেয়ার লেনদেন করেছে।
পেনিনসুলা চিটাগং ১৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কেডিএস এক্সেসরিজ, বিবিএস ক্যাবলস, মুন্নু সিরামিক, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, লিগ্যাসি ফুটওয়্যার, প্যাসিফিক ডেনিমস ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।