পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় বেড়েছে। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্র জানায়, কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ২০১৮-জুন,২০১৮) ১১ কোটি ৪৭ লাখ টাকার প্রিমিয়াম আয় বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৬৫১ কোটি ৫৬ লাখ টাকা।
আগের বছর একই সময় কোম্পানির প্রিমিয়াম আয় বেড়েছিল ৫ কোটি ৪১ লাখ টাকার। একই সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ছিল তিন হাজার ৫১৬ কোটি ১৮ লাখ টাকা।
এদিকে ৬ মাসে কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে ২২ কোটি ৬৫ লাখ টাকার। আর তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৬৫১ কোটি ৫৬ লাখ টাকার। আগের বছর একই সময় ছিল ৪৫ কোটি ৯৩ লাখ টাকার। আর তহবিলের পরিমাণ ছিল তিন হাজার ৫১৬ কোটি ১৮ লাখ টাকা।