প্রাইজ বন্ডের ৯২তম ড্র এর ফলাফল
ডেস্ক আপডেট: ২০১৮-০৮-০১ ০৭:৫০:২৪

১০০ টাকা মূল্যের প্রাইজ বন্ডের ৯২ তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ৬ লাখ টাকা মূল্যের প্রথম পুরস্কার জিতেছে ০৩৩৯২৬৭,৩ লাখ ২৫ হাজার টাকা মূল্যের দ্বিতীয় পুরস্কার জিতেছে ০৭৬৪৬৪০। তৃতীয় পুরস্কার ২টি। প্রতিটি ১ লাখ টাকা মূল্যের পুরস্কার জয়ী প্রাইজবন্ড দুটি হচ্ছে-০৫৪৪৬৮৪ ও ০৮২৫৩১৭।
মঙ্গলবার ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সেলিম রেজার সভাপতিত্বে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ ড্র অনুষ্ঠিত হয়।
একক সাধারণ পদ্ধতিতে (প্রতিটি সিরিজের জন্য একই নম্বর) এই ‘ড্র’ পরিচালিত হয়। ১০০ টাকা মূল্যমানের ৫১টি সিরিজ এ ড্র এর আওতাভুক্ত।
সিরিজগুলো হচ্ছে- কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন,খপ, খফ, খব, খম, খল, খশ, খষ এবং খস এই ‘ড্র’ এর
নিচের ছবি থেকে আপনার কোনটা মিলেয়ে নিন

সিরিজগুলোর অন্তর্ভূক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের জন্য যোগ্য বলে ঘোষিত হয়।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













