বৃষ্টিতে বন্ধ খেলা, উইন্ডিজদের লক্ষ্য ১৪৪
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-০৮-০১ ০৯:২৯:২০

খেলা শুরুর আগেও সেন্ট কিটসে বৃষ্টি হলো। কিন্তু সেটি নির্ধারিত সময়ে খেলা শুরু করতে বিঘ্ন ঘটাতে পারেনি। তবে বুধবার বাংলাদেশ সময় সকালে শুরু হওয়া ম্যাচের ইনিংস বিরতিতে ফের শুরু হলো বৃষ্টি। আর সেই বৃষ্টিতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচ এখন বন্ধ রয়েছে। এদিন টস হেরে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান করে টাইগাররা। টেস্ট সিরিজে বাংলাদেশকে ২-০ তে হোয়াইটওয়াশ করেছিল ক্যারিবীয়রা। ওয়ানডে সিরিজ অবশ্য ২-১ ব্যবধানে জিতে বাংলাদেশ।
এদিন শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পরে বাংলাদেশ। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহর ৩৫, লিটন দাসের ২৪ এবং মুশফিক ও আরিফুলের ১৫ রানে মোটামুটি পুঁজি দাঁড় করায় টাইগাররা।
ক্যারিবীয়দের পক্ষে সর্বাধিক ৪ উইকেট নেন কেসরিক উইলিয়ামসন। ২টি করে উইকেট নিয়েছেন অ্যাসলে নার্স ও কিমো পল। এছাড়া ১ উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











