
বিহারের মুঙ্গের জেলায় ১১০ গভীর জলের কুয়ায় পড়ে যাওয়া তিন বছরের সান্নো নামের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে সুস্থ রয়েছে। তবে শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতের আজকাল পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার দাদার বাড়িতে বেড়াতে গিয়ে খেলতে খেলতে অসাবধানতাবশত পা পিছলে গভীর কুয়ায় পড়ে যায় সান্নো। পরে ২৪ ঘণ্টারও বেশি সময় শ্বাসরুদ্ধকর অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয়।
কুয়ায় শিশুকন্যার পড়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকর্মীরা। শিশু সান্নো কুায়ার ভেতর ৪৫ ফুট পর্যন্ত নীচে আটকে ছিল। উদ্ধারকর্মীরা সেখানে খাবার ও অক্সিজেন সরবরাহ করেন। যাতে তার সমস্যা না হয়।
এছাড়া কুয়াটি সরু হওয়ায় উদ্ধারকারীরা সমান্তরালভাবে মাটি খুঁড়ে কুয়ার ভেতর প্রবেশ করে এবং শিশুটিতে উদ্ধার করা হয়। শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।