সন্তান কাঁদলেই ব্যাস্ত হয়ে পরেন মা। কি করলে শিশুর কান্না বন্ধ হবে সেই নিয়ে উদ্বিগ্ন হয়ে পরেন বাড়ির সবাই। খেলনা দিয়ে, খাবার দিয়ে, কোলে নিয়ে, যতভাবে সম্ভব শিশুকে থামানোর চেষ্টা করা হয়। কিন্তু বিশেষজ্ঞরা মোটেই এর পক্ষপাতী নন। তাঁদের মতে কান্না শিশুকে করে আত্মবিশ্বাসী। শুনতে অবাক লাগলেও এই কথাই প্রমান করেছেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটির একদল গবেষক।
তাঁরা বলেছেন, শিশুরা কাঁদতে শুরু করার সঙ্গে সঙ্গেই তাকে শান্ত না করে কিছুক্ষণ কাঁদতে দেওয়া ভালো। তাতে পরে শিশুর ঘুম ভালো হয়। শিশুকে মাঝে মাঝে প্রতিকুল অবস্থাতেও ফেলে দিতে হয় এবং পর্যবেক্ষণ করতে হয়। তাতে শিশুরা নিজে সেই অবস্থার মোকাবিলা করে আত্মনির্ভর হতে শেখে।
‘পেডিয়াট্রিকস’ নামক একটি জার্নালে একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়। অস্ট্রেলিয়ার সাত মাস থেকে ছয় বছর বয়সী ৩২৬টি শিশুর উপরে একটি গবেষণা করা হয়। গবেষকদের মধ্যে প্রধান মেলবোর্ন ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর আন্না প্রাইস জানিয়েছেন, কোনও ধরণের প্রতিকূল অবস্থা ছাড়া যেসব শিশু বেড়ে উঠেছে তাদের আচরণে কিছু অস্বাভাবিকত্ব রয়েছে যা বাধাপ্রাপ্ত শিশুদের মধ্যে নেই।