পিএফআই হিসেবে তালিকাভুক্ত হলো ১২ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-০৮-০৮ ০৮:৪৫:৪৯
বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফিন্যান্সিং ফ্যাসিলিটি টু (আইপিএফএফ টু) প্রকল্পের আওতায় পার্টিসিপেটিং ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন (পিএফআই) হিসেবে তালিকাভুক্ত হয়েছে আটটি বাণিজ্যিক ব্যাংক ও চারটি আর্থিক প্রতিষ্ঠান। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এ অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। সভাপতিত্ব করেন ডেপুটি গভর্নর ও আইপিএফএফ টু প্রকল্পের পরিচালক আহমেদ জামাল। বিশ্বব্যাংকের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট একেএম আব্দুল্লাহ, বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও আইপিএফএফ টু প্রকল্পের উপপরিচালক রথীন কুমার পালসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী ও অন্যান্য কর্মকর্তা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চুক্তির মাধ্যমে পিএফআই হিসেবে তালিকাভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো হলো— ঢাকা ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, দ্য সিটি ব্যাংক লিমিটেড, আইডিএলসি ফিন্যান্স লিমিটেড, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স ফান্ড লিমিটেড ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফিন্যান্স কোম্পানি লিমিটেড।
উল্লেখ্য, আইপিএফএফ টু প্রকল্পের আওতায় সরকার অনুমোদিত ও বেসরকারি খাত কর্তৃক গৃহীত অবকাঠামো প্রকল্পে পিএফআই হিসেবে তালিকাভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ৩ হাজার ১৭৭ কোটি ১২ লাখ টাকা দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করা হবে। প্রকল্পটির আওতায় অর্থায়নযোগ্য খাতগুলো হলো— বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ, নবায়নযোগ্য জ্বালানি ও সেবা, বন্দর (স্থল, জল ও বিমান) নির্মাণ ও উন্নয়ন, শিল্প বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক-মহাসড়ক, ফ্লাইওভার ও এক্সপ্রেসওয়ে নির্মাণ, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থাপনা, ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ও পার্ক উন্নয়ন প্রভৃতি।