লাফার্জহোলসিম বাংলাদেশ (এলএইচবিএল) এবং সিটি ব্যাংক এন.এ. গত রোববার রাজধানীর তেজগাঁও এ অবস্থিত এলএইচবিএল এর করপোরেট অফিসে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে এলএইচবিএল এর ‘সাপ্লায়ার ইনভয়েস ফিন্যান্সিং’ প্রোগ্রাম বাস্তবায়িত হবে যার ফলে এলএইচবিএল এর সরবরাহকারীরা তাদের ইনভয়েসের বিপরীতে সিটি ব্যাংক এন.এ. থেকে নির্ধারিত সময়ের আগেই পেমেন্ট সংগ্রহ করতে পারবেন। লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহি রাজেশ কে সুরানা এবং ব্যবস্থাপনা পরিচালক এবং সিটি কান্ট্রি অফিসার এন রাজাশেকারান (শেখর) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এলএইচবিএল এর সরবরাহকারীদের জন্য প্রতিষ্ঠানটি ‘সাপ্লায়ার ইনভয়েস ফিন্যান্সিং’ প্রোগ্রাম চালু করেছে। খুব সাধারন কিছু শর্ত মেনে প্রতিষ্ঠানটির সরবরাহকারীরা দ্রæত পেমেন্ট সুবিধা ভোগ করতে পারবেন। ব্যবসায়িক সুনাম, অতীত রেকর্ড এবং কোম্পানির সাথে সম্পর্ককে বিবেচনা করে এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত করা হয় সরবরাহকারীদের। এর ফলে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলো নিজেদের ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি লাফার্জহোলসিমের চলমান সফলতা এবং প্রবৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে।