জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিপীড়িত-শোষিতদের অধিকার আদায়, পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত্বশাসন অর্জন বা সবশেষে মুক্তিযুদ্ধ পর্যন্ত নানাভাবে পত্রিকা প্রকাশ এবং সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। কখনো মালিক, কখনো সাংবাদিক, কখনো পূর্ব পাকিস্তান প্রতিনিধি, কখনো পরিবেশক, কখনো উৎসাহদাতা, সাহসের বাতিঘর, উদ্যোক্তা, প্রেরণা, আদর্শ ও অভিভাবক ছিলেন তিনি। তাঁর জীবনের বর্নাঢ্য এসব দিক নিয়ে লেখা গবেষণাধর্মী ‘সাংবাদিক বঙ্গবন্ধু’ নামে বই প্রকাশিত হয়েছে।
বইটির তথ্যমতে, তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রকাশিত ইত্তেহাদ, মিল্লাত, ইত্তেফাক, নতুন দিন, স্বদেশ ইত্যাদি পত্রিকা বঙ্গবন্ধুর গণমাধ্যমপ্রেম বা উজ্জ্বল সাংবাদিক জীবনের নানা ঘটনার স্বাক্ষী। যা মুজিবের বর্ণময় জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ দিক, বাঙালির ইতিহাসের বিশেষ অধ্যায়। গণমাধ্যমের ইতিহাসের জন্যও যা গৌরবদীপ্ত।
বঙ্গবন্ধুর শতাব্দিতে কয়েকটি দেশের শীর্ষ স্থানীয় রাজনীতিবিদও ছিলেন কোনো না কোনো পত্রিকা, বা রাজনৈতিক সাংবাদিকতার সঙ্গে যুক্ত। মহাত্মা গান্ধী নিউ ইন্ডিয়া, মতিলাল নেহেরু ইন্ডিপেনডেন্ট, মওলানা মুহম্মদ আলী কমরেড, সুরেন্দ্র নাথ ব্যানার্জি বেঙ্গলি, জওহর লাল নেহেরু ন্যাশনাল হেরাল্ড, অরবিন্দ ঘোষ বন্দেমাতরম, সুভাষ চন্দ্র ফরওয়ার্ড, বিপিন চন্দ্র পাল ইয়ং ইন্ডিয়া, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ নারায়ণ, ফজলুল হক কৃষক ও নবশক্তি পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন। বঙ্গবন্ধু ছিলেন নতুন দিন, ইত্তেহাদ, ইত্তেফাক, মিল্লাতসহ কয়েকটি পত্রিকার সঙ্গে।
পাকিস্তানি ঔপনিবেশিকতার তেইশ বছরে মুজিবের পত্রিকা প্রকাশ, পরিচালনা, বিক্রির ব্যবস্থা করা, তাঁর সাংবাদিক জীবন, পাকিস্তানি শাসকের রোষানলে পড়ে বন্ধ হয়ে যাওয়া সংবাদমাধ্যমগুলোর পক্ষে তাঁর দৃঢ়তম অবস্থান এবং সংগ্রাম করে পত্রিকাগুলোর প্রকাশনা ফিরিয়ে আনার ইতিহাসগুলো মুক্তিযুদ্ধের ৪৪ বছর পরও বেশ অনালোচিত! ’সাংবাদিক বঙ্গবন্ধু’ই এ বিষয়ে দেশের প্রথম বই।
বইটিতে 'নতুন দিনের সাংবাদিক শেখ মুজিব', ''ইত্তেহাদের ‘পূর্ব পাকিস্তান প্রতিনিধি’ মুজিব'', রাষ্ট্রপিতা মুজিব মিল্লাত পত্রিকার বিক্রেতা', 'ইত্তেফাক ও বঙ্গবন্ধু' এবং 'বঙ্গবন্ধুর প্রেরণায় সাহিত্য পত্রিকা স্বদেশ' শিরোনামে আছে পাঁচটি অধ্যায়। বইটি লিখেছেন সাংবাদিক ও গণমাধ্যম গবেষক হাসান শান্তনু। বইটি প্রকাশ করেছে ঢাকার প্রকৃতি প্রকাশনী।
বইটি উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। শীঘ্রই বইটির কয়েক কপি তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হবে বলে জানান লেখক ও প্রকাশক। বইটির দাম ১৯৫ টাকা।
সানবিডি/ঢাকা/রাআ