পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পান চলতি বছরে এক হাজার ২০০ ছাত্র-ছাত্রীকে শিক্ষাবৃত্তি দিবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান। গতকাল রাজধানীর ফারস্ হোটেল এন্ড রিসোর্টসে ঢাকা বিভাগের শিক্ষার্থীরেদর বৃত্তি প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।
মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান শহিদুল আহ্সানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এবং বিশেষ অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এ.কে.এম. সাহিদ রেজা। প্রধান অতিথি ঢাকা বিভাগের ২২৯ জন শিক্ষার্থীর হাতে ‘মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি-২০১৭’-এর বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেন।
কাজী মসিহুর রহমান বলেন, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে মার্কেন্টাইল ব্যাংক ঢাকা বিভাগের ২২৯ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করলো। এর মধ্যে অটিস্টিক ও প্রতিবন্ধী শিক্ষার্থী ২৯ জন, জেএসসির ৫০ জন, এসএসসির ৩৩ জন, এইচএসসির ৬৭ জন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কোটায় ৫০ জন শিক্ষার্থী রয়েছে। মার্কেন্টাইল ব্যাংক এ বছর সর্বমোট এক হাজার ২০০ ছাত্র-ছাত্রীকে ১ কোটি ৭০ লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করবে। প্রধান অতিথির বক্তব্যে ফজলে কবির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের যথাযথ অধ্যয়ন ও অধ্যাবসায়ের মাধ্যমে নিজেদেরকে সুযোগ্য নাগরিক হিসেবে দেশ সেবায় প্রস্তুত হতে আহ্বান জানান। তিনি মার্কেন্টাইল ব্যাংকের সিএসআর কার্যক্রমের জন্য সাধুবাদ ব্যক্ত করেন, তিনি ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান এ.কে.এম. সাহিদ রেজা ঢাকা বিভাগ থেকে অনুষ্ঠানে আগত মেধাবী ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ সবাইকে ধন্যবাদ জানান। তিনি মার্কেন্টাইল ব্যাংকের সিএসআর কার্যক্রম অব্যাহত রাখা এবং এ খাতে ব্যায় বৃদ্ধি করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ড. মাহমুদ ওসমান ইমাম, পরিচালক আকরাম হোসেন (হুমায়ুন), মোশাররফ হোসেন ও ডঃ মোঃ রহমত উল্লাহ এবং শেয়ারহোল্ডার ও সাবেক পরিচালক এম. এ খান বেলাল, ব্যাংকের এএমডি, ডিএমডি, ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তা, আমন্ত্রিত শিক্ষার্থী ও অভিভাবক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা।