সফলতার ৬ষ্ঠ বছরে জেনিথ ইসলামী লাইফ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-০৮-১৩ ১১:৩২:৩৭
প্রতিষ্ঠার ৫ম বছর পেরিয়ে ৬ষ্ঠ বছরে পদার্পন করেছে দেশের বেসরকারি লাইফ বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র অনুমোদন নিয়ে ২০১৩ সালের ১১ আগস্ট যাত্রা শুরু করে বীমা কোম্পানিটি। এরইমধ্যে গ্রাহকদের আস্থা কুড়াতে বেশ সফলতা দেখিয়েছে চতুর্থ প্রজন্মের এ বীমা কোম্পানি।
জেনিথ ইসলামী লাইফের তথ্য অনুসারে, বর্তমানে কোম্পানিতে ৪৫ হাজার ৪২৬ জন বীমা গ্রাহক রয়েছেন। স্থায়ী ও খণ্ডকালীন ভিত্তিতে ৫ হাজারের বেশি লোকের কর্ম সংস্থান হয়েছে এ বীমা কোম্পানিতে। এ পর্যন্ত ৮৫৯ জন বীমা গ্রাহকের দাবি বাবদ ৫ কোটি ৮ লাখ ৩৫ হাজার ২০৩ টাকা পরিশোধ করা হয়েছে। এরমধ্যে রয়েছে ২৮টি মৃত্যু দাবি, ৮২০টি সার্ভাইবাল বেনিফিট (এসবি) ও ১১টি সমর্পন মূল্য।
২০১৭ সালে জেনিথ ইসলামী লাইফ ২৫ কোটি ১ লাখ টাকা প্রিমিয়াম সংগ্রহ করে ৪৭ শতাংশ প্রবৃদ্ধি দেখিয়েছে। আর ব্যবস্থাপনা খাতে আগের বছরের চেয়ে ব্যয় কমিয়েছে ৩৬ শতাংশ। বিদায় বছরে সরকারি-বেসকারি খাতে কোম্পানিটির বিনিয়োগ দাঁড়িয়েছে ১৪ কোটি ৩০ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ১৮ কোটি টাকা।
২০১৩ সালে প্রতিষ্ঠার পর আজ শনিবার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল ব্যবসা সফল এ বীমা কোম্পানি। সকাল ১১টায় কোম্পানির প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এস এম নুরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে কোম্পানির ডিএমডি, সার্ভিস সেন্টারের ইনচার্জ ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা, কোম্পানির পরিচালকবৃন্দ, গ্রাহক, শুভানধ্যায়ী, কর্মী ও কর্মকর্তাদের শুভেচ্ছা জানান। একইসঙ্গে তিনি প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।