আইপিডিসি ফাইন্যান্সের নতুন ডিএমডি হলেন কায়সার হামিদ

ডেস্ক আপডেট: ২০১৮-০৮-১৩ ২২:৩৬:৪২


১৯৮১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের নতুন ডেপুটি উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড অব রিটেইল বিজনেস হিসেবে মো. কায়সার হামিদ যোগ দিয়েছেন। গত ১ আগস্ট আইপিডিমিতে যোগ দেন তিনি। আইপিডিসি’তে যোগ দেওয়ার আগে তিনি ব্র্যাক ব্যাংক লিমিটেডের হেড অব রিটেইল সেলস এন্ড রিজিওনাল ডিস্ট্রিবিউশন হিসেবে কর্মরত ছিলেন। এর আগে হামিদ আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের কনজ্যুমার ডিভিশনের হেড অব রিজিওনাল বিজনেস হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ফাইন্যান্সিয়্যাল সার্ভিস ইন্ডাস্ট্রি বিষয়ে কায়সার হামিদের রয়েছে দীর্ঘ ১৩ বছরের অভিজ্ঞতা। তিনি ডিবিএইচ এ কাজ করার মাধ্যমে তার ক্যারিয়ার জীবন শুরু করেন। সেখানে তিনি অপারেশন, কাস্টমার সার্ভিস এবং সেলসসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। রিটেইল ম্যানেজমেন্ট, সেলস ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ও র্স্ট্যাটেজিক প্ল্যানিংসহ নানান বিষয়ে তার রয়েছে বিশেষ দক্ষতা। তিনি সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারতসহ বিভিন্ন দেশে বেশকিছু প্রশিক্ষণে অংশ নিয়েছেন এবং সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কাতে ব্যবসায়িক পরিদর্শনে গিয়েছিলেন।
মো. কায়সার হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ (ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এমবিএ (মাস্টার’স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) স¤পন্ন করেছেন।
নতুন ডিএমডি ও হেড অব রিটেইল বিজনেস নিয়োগ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এমডি ও সিইও মমিনুল ইসলাম বলেন, “রি-ব্র্যান্ডিং এর শুরু থেকেই রিটেইল সম্প্রসারণ বিষয়ে আইপিডিসি খুবই সচেতন এবং লক্ষ্যস্থির। আমি বিশ্বাস করি, কায়সার হামিদ তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং জ্ঞানের সংমিশ্রণ ঘটিয়ে আইপিডিসি’র রিটেইল ব্যবসাার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। তিনি তার যোগ্য নেতৃত্বের মাধ্যমে আইপিডিসি’কে দেশের অনন্য ফাইন্যান্সিয়্যাল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের বর্তমান ও নতুন গ্রাহকদের অনন্য সেবা দিতে সক্ষম হবেন বলেও আশা করি।”
আইপিডিসি’র নবনিযুক্ত ডিএমডি ও হেড অব রিটেইল বিজনেস মো. কায়সার হামিদ অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “আমি সাম্প্রতিক বছরগুলোতে আইপিডিসি’র অনন্য অগ্রযাত্রা প্রত্যক্ষ করেছি এবং এমন একটি প্রতিষ্ঠানের অংশ হিসেবে একটি গুরুত্বপূর্ণ ও কুশলী দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় নিজেকে গর্বিত ও সম্মানিত মনে করছি।”