বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
১৬ বীমা কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা আইডিআরএ দুদকের চিঠি
প্রকাশিত - আগস্ট ১৫, ২০১৮ ৭:০৮ এএম
আইন লংঘন করে ১ হাজার ৬৯১ কোটি টাকা অতিরিক্ত ব্যয় করেছে ১৬ বীমা কোম্পানি। এ কারণে কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদক থেকে আইডিআরের চেয়ারম্যানের কাছে এ চিঠি দেয়া হয়। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত কোম্পানিগুলো এই অতিরিক্ত ব্যয় করেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। দুদকের সচিব ড. মো. শামসুল আরেফিন স্বাক্ষরিত এ চিঠির অনুলিপি অর্থ মন্ত্রণালয়ে ও বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে।
জানতে চাইলে আইডিআরের সদস্য (লাইফ ইন্স্যুরেন্স) ড. এম মোশারফ হোসেন এফসিএ’ বলেন, চিঠি এখনও আসেনি। ওই চিঠি পেলে তা পর্যালোচনা করে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, বীমাখাতের স্বচ্ছতার জন্য সব ধরনের পদক্ষেপ নেবে আইডিআরএ।
দুদকের চিঠিতে উল্লেখ করা হয়, ১৬টি বীমা কোম্পানি আইনে উল্লেখিত সীমার চেয়ে অতিরিক্ত ব্যয় করেছে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- পপুলার লাইফ ইন্স্যুরেন্স ২৯৩ কোটি ৩৮ লাখ টাকা, সান লাইফ ৮৪ কোটি ১৩ লাখ, পদ্মা লাইফ ১৬৬ কোটি ৮৩ লাখ টাকা, প্রগতি লাইফ ১৪৬ কোটি ৯৬ লাখ টাকা, সানফ্লাওয়ার লাইফ ৮৬ কোটি ১৮ লাখ, মেঘনা লাইফ ৮৩ কোটি ৯৪ লাখ, ন্যাশনাল লাইফ ২১ কোটি ৩৭ লাখ, গোল্ডেন লাইফ ১৫৬ কোটি ২৫ লাখ, বায়রা লাইফ ৩৮ কোটি ৬৫ লাখ, সন্ধ্যানী লাইফ ১৫৫ কোটি ৫৯ লাখ, প্রগ্রেসিভ লাইফ ৩৯ কোটি ৪৪ লাখ, হোমল্যান্ড লাইফ ৪৬ কোটি ৯৫ লাখ, প্রাইম ইসলামী লাইফ ৭১ কোটি ৭৯ লাখ, ফারইস্ট লাইফ ২০০ কোটি ৫১ লাখ, রূপালী লাইফ ৪৪ কোটি ৪০ লাখ এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৫৫ কোটি ৩২ লাখ টাকা অতিরিক্ত ব্যয় করেছে।
সূত্র জানায়, বিদ্যমান আইন অনুসারে বীমা কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না দুদক। এক্ষেত্রে তারা শুধু তদন্ত করতে পারে। তাই দুনীতি প্রতিরোধে বিদ্যমান বীমা আইনের সংশোধন চায় দুদক। এ লক্ষ্যে ইতিমধ্যে অর্থমন্ত্রণালয় একটি প্রস্তাব দেয়া হয়েছে। তবে বিষয়টি আলোচনাধীন রয়েছে। এ কারণে বীমা কোম্পানির আর্থিক রিপোর্ট তদন্ত করে অনিয়ম পাওয়ার পর ব্যবস্থা নিতে আইডিআরের কাছে পাঠানো হয়েছে।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.