অনেক আগেই বিয়ে করে ফেলেছেন রাহুল!

ডেস্ক প্রকাশ: ২০১৮-০৮-১৫ ১০:৫৪:৫৯


নতুন করে আর বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছে নেই রাহুলের। কারণ অনেক আগেই কংগ্রেস পার্টিকে বিয়ে করে ফেলেছেন তিনি।
দু’দিনের হায়দরাবাদ সফরে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। মঙ্গলবার বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকরা তাকে বিয়ে করার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন।
জবাবে তিনি বলেন, ‘আমি কংগ্রেস পার্টিকে বিয়ে করেছি। তাই অন্য কোনো বিয়ের পরিকল্পনা নেই।’ বিয়ে প্রসঙ্গে কংগ্রেস সভাপতির এই সরাসরি জবাব এতদিনের জল্পনায় জল ঢেলে দিল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। খবর এনডিটিভির।
হায়দরাবাদে তিনি স্থানীয়দের, দলীয় কর্মী ও নেতাদের সঙ্গে কথা বলেন। এ সময় সমমনা দলগুলোর সঙ্গে জোট করতেও বলেছেন নেতাদের। সেই কথাবার্তার ফাঁকেই তিনি জানান, ২০১৯ সালের নির্বাচনের পর প্রধানমন্ত্রী পদে ফিরে আসবেন না নরেন্দ্র মোদি। এমনকি ২৩০টি আসন পাবে না বিজেপি। তাই প্রধানমন্ত্রী হতে পারবেন না মোদি। উত্তরপ্রদেশ ও বিহারে বিরোধী জোটের কাছে পরাস্ত হয়েছে বিজেপি। সেখানে দেশজুড়ে বিরোধী জোট তৈরি হলে ২০১৯ সালে সংখ্যাগরিষ্ঠতা পাবে না বিজেপি। তাহলে বিজেপি বিরোধী জোটের প্রধানমন্ত্রী কে হবেন? রাহুল গান্ধী বলেন, ‘সেটা তখন ঠিক করা হবে।’
তিনি বলেন, এই সরকারের একাধিক ব্যর্থতা রয়েছে। নোট বাতিল, জিএসটি, ব্যাংক ঋণ দুর্নীতি, কৃষকদের প্রতিশ্র“তি রক্ষা, বছরে দুই কোটি কর্মসংস্থানের প্রতিশ্র“তি পালনে ব্যর্থ হয়েছে মোদি সরকার।