মোবাইল রাখার জন্য আলাদাভাবে পকেট হাতরাতে হবে না। চলাফেরার প্রয়োজনীয় জিনিসগুলো যত একসাথে রাখা যায়, চিন্তাও তত কম হয়। আর এ সুবিধা নিয়েই বাজারে আসছে নতুন ধরনের মোবাইল ফোন। এটিকে মানিব্যাগের ভেতর রাখা যাবে।
অবিশ্বাস্য হলেও সত্যি। মানিব্যাগে রাখা সম্ভব এমন মোবাইল ফোন তৈরি করেছে 'আইকার্ড ফোন' নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। ৪ দশমিক ৮ মিলিমিটার পুরুত্বের ফোনটি ই-কর্মাস সাইট গুলোতে পাওয়া যাচ্ছে। এক খবরে এ তথ্য জানিয়েছে আমাজন ডটকম।
এমপিথ্রি প্লেয়ার হিসেবে ব্যবহার করা যাবে ফোনটি। এতে ভাইব্রেশন রিংটোনও রয়েছে। সাদা রঙের ফোনটি জিএসএম ক্লাশ ৮৫০/৯০০/১৮০০/১৯০০ মেগাহার্টজ ব্যান্ড নেটওয়ার্ক সমর্থন করে। রয়েছে ইংরেজি ও রুশ কি-বোর্ড। এছাড়া ফোনটি মাল্টি ল্যাঙ্গুয়েজ সমর্থন করে। বিশেষ ফিচার হিসেবে এতে রয়েছে, ব্লুটুথ, শক ফাংশন, মেসেজ, এমপিথ্রি ফাংশন এবং এফএম রেডিও।
আইকার্ড ফোনের দাবি, পৃথিবীর সবচেয়ে পাতলা ফোন এটি। ফোনটির ব্যাটারি ৩২০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের। ব্যাটারিতে একবার চার্জ দিলে আড়াই ঘন্টা একটানা কথা বলা যাবে।
সূত্র: অ্যামাজান ডটকম।
সানবিডি/ঢাকা/রাআ