আজ বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-০৮-১৬ ১১:৫৮:৫৮


এশিয়ান গেমসে ফুটবল ইভেন্টে বাংলাদেশের শুরুটা যেমন হওয়ার তেমনই হয়েছে। উজবেকিস্তানের বিপক্ষে আগের দুই আসরের ধারা বজায় রেখে ০-৩ গোলে হেরেছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে থাকা জেমি ডে’র শিষ্যরা নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে আজ। প্রতিপক্ষ এবার থাইল্যান্ড। সিবিনংয়ের পাকান সারি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে খেলা।
গ্রুপে তিন প্রতিপক্ষের চেয়েই ঢের পিছিয়ে বাংলাদেশ। তবে তুলনায় থাইল্যান্ডকেই একটু সহজ প্রতিপক্ষ বলা যায়। র‌্যাঙ্কিং হিসেব করলে ৯৫তম স্থানে থাকা উজবেকরাই ছিল ১৯৪তম স্থানে থাকা বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। সেই হিসেবে গ্রুপে সবচেয়ে সহজ প্রতিপক্ষ থাইল্যান্ড। র‌্যাঙ্কিংয়ে যাদের অবস্থান ১২২। তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কাতার, যাদের অবস্থান ৯৮তম স্থানে।
থাইল্যান্ড আবার বাংলাদেশের পরিচিত প্রতিপক্ষই। এই দলটার বিপক্ষেই স্বাধীনতার পর প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেল বাংলাদেশ। ১৯৭৩ সালে যে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। এরপর দুই দেশের জাতীয় দল ১৩বার মুখোমুখি হয়েছে। যার সর্বশেষটি ২০১২ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। বাংলাদেশের হার সেখানে ০-৫ গোলে। আর সবমিলে ১৩ বারের দেখায় বাংলাদেশের জয় ২টিতে, ড্র হয়েছে ৩টি ম্যাচ। ২০১৫ সাফে বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশ জাতীয় মুখোমুখি হয়েছিল থাইল্যান্ড অনূর্ধ্ব-২৩ দল। যেখানে বাংলাদেশের জয় ১-০ গোলে।
এশিয়াডে খেলবে দুই দেশের অনূর্ধ্ব-২৩ দল। সিনিয়র কোটায় খেলতে পারবেন জাতীয় দলের সর্বোচ্চ ৪জন। তবে থাইল্যান্ডের বিপক্ষে জয় ছিনিয়ে আনাটা কঠিনই হবে বাংলাদেশের জন্য। থাইল্যান্ড আবার বাংলাদেশের চেয়ে ফুরফুরে মেজাজেই আছে। বাংলাদেশ যেখানে হার দিয়ে আসর শুরু করেছে, থাইল্যান্ড সেখানে কাতারের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে।
বাংলাদেশ কতোটা লড়াই করতে পারে সেটিই হবে তাই দেখার। রোববার কাতারের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ লাল-সবুজের প্রতিনিধিদের।