পিসি বিক্রয়ে গতি আসায় মুনাফা বেড়েছে লেনোভোর

ডেস্ক প্রকাশ: ২০১৮-০৮-১৯ ২৩:১৬:২৮


বিশ্বের দ্বিতীয় বৃহৎ পার্সোনাল কম্পিউটার (পিসি) নির্মাতা লেনোভো। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে প্রতিষ্ঠানটির পিসি বিক্রি বেড়েছে। এর ফলে প্রান্তিকটিতে লেনোভোর নিট মুনাফা ৭ কোটি ৭০ লাখ ডলারে পৌঁছেছে। যদিও গত বছরের একই প্রান্তিকে প্রতিষ্ঠানটি ৭ কোটি ২০ লাখ ডলার লোকসান গুনেছে। লেনোভো এক আর্থিক খতিয়ানে এ তথ্য প্রকাশ করেছে। খবর এএফপি।

থমসন রয়টার্স এক পূর্বাভাসে জানিয়েছিল, এপ্রিল-জুন প্রান্তিকে লেনোভোর মুনাফা ৫ কোটি ৯৪ লাখ ডলারে পৌঁছতে পারে। তবে প্রতিষ্ঠানটির মুনাফা থমসন রয়টার্সের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।

লেনোভোর চেয়ারম্যান ইয়াং ইউয়ানকিং এক বিবৃতিতে জানিয়েছেন, পিসি ব্যবসা নিয়ে লেনোভোর আত্মবিশ্বাস রয়েছে। তারা এ ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন।

লেনোভোর তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে লেনোভোর রাজস্ব প্রবৃদ্ধি দুই অংকে রয়েছে। এ সময়ে প্রতিষ্ঠানটির রাজস্ব আয় ১ হাজার ১৯১ কোটি ডলারে পৌঁছেছে, যা এক বছর আগের চেয়ে ১৯ শতাংশ বেশি।