দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাজা বোমা উদ্ধার!
ডেস্ক আপডেট: ২০১৮-০৮-২৮ ১১:১৪:৫১

জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা পাওয়া গেছে। জার্মানির লুদউইগসাফেন শহরে পাওয়া বোমাটির ওজন ৫০০ কেজি (১১০০ পাউন্ড)। বোমাটি দীর্ঘ আট দশক তাজা ছিল।
রোববার জার্মানির বোমা নিষ্ক্রিয়করণ দল এটি নিষ্ক্রিয় করে। এর আগে শহরের সাড়ে ১৮ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় কর্তৃপক্ষ।
ধারণা করা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন সেনারা বোমাটি নিক্ষেপ করেছিল। গত সপ্তাহে শহরের একটি নির্মাণ কাজের জায়গায় এর সন্ধান মেলে। এরপর বোমা উদ্ধারের জায়গা থেকে চারপাশে এক হাজার মিটার দূরবর্তী অঞ্চলে থাকা মানুষদের বাড়িঘর ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। লুদউইগসাফেন শহর কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করে।
এটাই প্রথম নয়, এর আগেও জাপান, ফ্রান্স, জার্মানিসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একাধিক বোমা উদ্ধার করা হয়েছে। গত বছর জার্মানির ফ্রাঙ্কফুর্টে ‘ব্লকবাস্টার’ নামে ১৪০০ টন ওজনের একটি বোমা উদ্ধার করা হয়েছিল। সূত্র : এনডিটিভি।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












